Top

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান ও নিহত চালককে দায়ী করে প্রতিবেদন

১৭ আগস্ট, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান ও নিহত চালককে দায়ী করে প্রতিবেদন
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে মাইক্রোবাস-ট্রেন দুর্ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাসচালক গোলাম মোস্তফার দায় পেয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনার জন্য তাদের দায়ী করে মঙ্গলবার (১৬ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

ট্রেন আসার মুহূর্তে রেল ক্রসিংয়ে গেটম্যানের অনুপস্থিতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে।

তদন্ত প্রতিবেদন দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী।

এই দুর্ঘটনার পর রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় ১৬ দিন তদন্ত শেষে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রেলওয়ের পূর্বাঞ্চলের রিজিওনাল ম্যানেজার মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে প্রতিবেদন দাখিল করে কমিটি। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যাক্তিদের শনাক্ত এবং দুর্ঘটনা রোধে একাধিক সুপারিশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদে দায়ী গেটম্যান সাদ্দাম হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বেলা দেড়টার দিকে খৈয়াছড়া ঝরনা থেকে গোসল করে ফিরছিলেন মাইক্রোবাসের পর্যটকেরা। পরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় লাইনে উঠে পড়া মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। দুর্ঘটনায় নিহত ১৩ জনের সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

 

শেয়ার