Top

মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

২৭ আগস্ট, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর সড়কে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে অফিসের যাওয়ার পথে বিএসআরএম কর্মকর্তাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৬টায় উপজেলার বঙ্গবন্ধু শিল্পনগর সড়কের সরকারটোলা শান্তিপুর এলাকায় এই ঘটনা ঘটে।ছিনতাইকারীদের ছুরির কোপে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন মোটরসাইকেলের মালিক, ইস্পাত ও রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের সিনিয়র এক্সিকিউটিভ (সাপ্লাই এন্ড ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইয়াছিন (৪২)। এ ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ইয়াছিন উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।ছিনতাইয়ের শিকার আহত ইয়াছিন বলেন, আমি বিএসআরএম কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছি। শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল (টিভিএস আরটি এফাসি নং চট্টমেট্টো ল ১৪-৯৫৬৯) যোগে অফিসের যাওয়ার পথে ভোর ৬টার দিকে শিল্পনগর সড়কের সরকারটোলা এলাকায় হটাৎ তিনজন রাস্তার মধ্যে ছুরি নিয়ে দাঁড়িয়ে যান। আমি হটাৎ মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় রাস্তার পাশে পড়ে যাই।

এ সময় তারা আমাকে ধারালো ছুরি দিয়ে কোপ দেয়। আমি প্রাণে বাঁচতে উঠে দৌড় দিলে তারা আমার মোটরসাইকেল নিয়ে যায়।খোঁজ নিয়ে জানা গেছে, বড়তাকিয়া থেকে বঙ্গবন্ধু শিল্পনগর সড়কের সরকারটোলা এলাকায় ব্রিজের পাশে প্রায় সময় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। বিশেষ করে রাত ৩টা থেকে ভোর ৬টার দিকে এসব ঘটনা ঘটছে।এই বিষয়ে মিরসরাই থানার ডিউটি অফিসার (দায়িত্বরত) কর্মকর্তা উপ-পরিদর্শক মো: আতাউর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম ইয়াছিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেব।

শেয়ার