Top

সোনাইমুড়ীতে ব্যারিস্টার খোকনকে প্রধান আসামি করে মামলা

২৮ আগস্ট, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ব্যারিস্টার খোকনকে প্রধান আসামি করে মামলা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ কালে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

মামলায় বিএনপির ৯৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে গত শনিবার সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে বিভিন্নস্থানে তাদের বাধা দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ নিয়ে উভয়পক্ষের নেতকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণ পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ। এসময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। সংঘর্ষ ও উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ওই সময় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়।

শেয়ার