Top

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে দাউদকান্দিতে আ’লীগের বিক্ষোভ

২৯ আগস্ট, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে দাউদকান্দিতে আ’লীগের বিক্ষোভ
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছেন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে একর্মসূচি পালন করে দলটির নেতা কর্মীরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে মোটরসাইকেল ও গাড়ীর বহর নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির টোল প্লাজা থেকে মিছিল বের করে। বহরটি বিক্ষোভ করতে করতে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, বিশ্বরোড, শহিদনগর, বারপাড়া, গৌরীপুর বাসস্ট্যান্ড, জিংলাতুলি, রায়পুর ও ইলিয়টগঞ্জ স্টেশন পর্যন্ত ঘুরে এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বস্ব এলাকায় অবস্থান নেয়।

বহরে ছিলো, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, কৃষকলীগ সভাপতি হাজ্বী শাহআলম, প্রজন্ম লীগ সভাপতি রানা সোহেল রানা, যুব মহিলা লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক তাছলিমা চৌধুরী সিমিনসহ আরো অনেকে। এতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দিতে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারা জনমনে আতংক সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে। কেউ যেন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এজন্য দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।

বিএনপির ডাকা আজকের বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ লাভবান হয়েছে বলে দাবী করে তিনি বলেন, এতোদিন আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিষ্ক্রিয় ছিল, বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশকে ঘিরে আমাদের দলের নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে। বিএনপির জ্বালাও পোড়াও রুখতে সব নেতাকর্মী সরব হয়েছে।

 

শেয়ার