জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘প্লানেট’ ম্যাগাজিনের বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক।
মঙ্গলবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন নবী।
ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও রাশিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, মোহাম্মদ ওলিউর রহমান, লকিয়ত উল্লাহ, এ এম সাইদুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, আবু বকর চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, সহযোগী অধ্যাপক ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, এএমডি কাজী মো. তালহা, ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অনলাইনে ব্যাংকের প্রধান কার্যালয় ও সব শাখার কর্মকর্তারা যুক্ত ছিলেন।
জাতীয় শোকদিবস উপলক্ষে এনআরবিসি ব্যাংক আলোচনা সভা, বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা প্রদান, দোয়া মাহফিল, নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিষয় নিয়ে প্লানেট ম্যাগাজিনের এই বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে। ম্যাগাজিনটির অনলাইন সংস্করণ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।