Top

ডাকাতিয়া নদীর উপরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, দুর্ভোগে গ্রামবাসি

০৩ সেপ্টেম্বর, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
ডাকাতিয়া নদীর উপরে ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, দুর্ভোগে গ্রামবাসি
নুর উদ্দিন, রায়পুর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নে ডাকাতিয়া নদীর সংযোগ খালের ওপর নির্মিত কাঠের সেতুটি বেহাল হয়ে পড়েছে। সংস্কারের অভাবে পাটাতনের কাঠ উঠে ফাঁকা হয়ে গেছে। নড়বড় করছে কাঠের পুলের খুঁটিগুলো। এর মধ্যেই ঝুঁকি নিয়ে পার হচ্ছেন গ্রামবাসী। গত ৫দিনে সেতুটি পার হতে গিয়ে ৬ শিশু শিক্ষার্থী খালে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।

ঝুকিপুর্ণ এই খালের ওপর নির্মিত এ পুলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হন। স্থানীয়দের নিজ উদ্যোগে পুলটি সংস্কার করলেও পুলটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। গ্রামবাসি বহুদিন ধরে খালের ওপর পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জনপ্রতিনিধিদের কাছে। কিন্তু তাঁদের দাবি আজও সাংসদসহ কেউই পূরণ করে দেননি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, উদমারা গ্রামের কাঠের সেতুর কোনো হাতল নেই। মেঘনা ও ডাকাতিয়ার উপকূলীয় অঞ্চলের কৃষক, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, ডাকাতিয়া নদীর সংযোগ খালের উদমারা গ্রাম হতে কাঠের সেতুটি দিয়ে মোল্লারহাটবাজার ও খাসেরহাট বাজার এবং হায়দরগঞ্জ বাজারে যাতায়াত করেন এ অঞ্চলের প্রায় ৫’শ পরিবারের লোকজন। ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর জন্য কৃষকরা বিভিন্ন ফসল নিয়ে যেতে অনেক সমস্যা হয়। এ অঞ্চলের বয়স্ক লোকদের শারীরিক সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উদমারা গ্রামের আশ্রায়নকেন্দ্রে যেতে অনেক সমস্যা হয়। তাই কাঠের সেতুটির স্থানে পাকা সেতু নির্মাণের প্রয়োজন।’

স্কুল শিক্ষক আবদুস সোবহান বলেন, কাঠের সেতুটি দিয়ে চরবংশি, জালিয়ারচর ও বেরিবাঁধ সড়কের দুইপাশের বাসিন্দারাসহ বিভিন্ন বাড়ির প্রায় ৫০০ পরিবারের লোকজন যাতায়াত করেন। পাশাপাশি উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ গ্রামের কয়েকশ লোক প্রতিদিন যাতায়াত করেন। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট ছোট শিশু ও বৃদ্ধ। এ অঞ্চলের বাসিন্দাদের হাট-বাজার করে বাড়িতে আসতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় কোনো যানবাহন চলাচল করা সম্ভব নয়। তাই মাথায় করেই চালের বস্তাসহ বাজার আনতে হয়।

দক্ষিন চরআবাবিল ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, মেঘনা উপকূলীয় কৃষি অঞ্চলের মানুষের ‘কাঠের সেতুর কারণে অনেক সমস্যা হচ্ছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।’

 

শেয়ার