Top

মিরসরাইয়ে বর্ণমালা অংকন প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

০৪ সেপ্টেম্বর, ২০২২ ১:০৪ অপরাহ্ণ
মিরসরাইয়ে বর্ণমালা অংকন প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে অর্কিড ফ্যাশন ওয়্যারের উদ্যোগে বর্ণমালা অংকন প্রতিযোগিতা এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বারইয়ারহাট পৌরসভার গ্রীণ টাওয়ার মার্কেটে সকাল থেকে শুরু পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইনিং স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন সোহরাবের সঞ্চালনায় ও অর্কিড ফ্যাশন ওয়্যারের সত্ত্বাধিকারী আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, গ্রীণ টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। এসময় মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অর্কিড ফ্যাশন ওয়্যারের সত্ত্বাধিকারী আবু জাফর সিদ্দিকী বলেন, বারইয়ারহাট পৌর এলাকার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন শিক্ষার্থী বর্ণমালা অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগীদের ক, খ, গ ও ঘ বিভাগের ১২ জনকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও ৮ জনকে বিশেষ ও বাকিদেরকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় ১শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ব্যবসার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বারইয়ারহাট বাজারে আমরাই সর্বপ্রথম এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার ইচ্ছে আছে।

শেয়ার