Top

ময়মনসিংহে সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’র উদ্বোধন

০৫ সেপ্টেম্বর, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহে সার্ভিসেস ডেলিভারি প্রকল্প’র উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর প্রান্তিক জনগোষ্ঠির দোড়গোড়ায় মানসম্মত ও টেকসই নিরাপদ স্বাস্থ্য সেবা পৌছে দিতে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে প্রকল্প পরিচিতি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এসময় প্রকল্পের উদ্বোধন করেন প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ময়মনসিংহ স্বাস্থ বিভাগের পরিচালক ডা. মো. শাহ আলম, বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো, তা এই নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিটি কর্পোরেশনের নগর মাতৃসদন ও স্বাস্থ্যসেবা কেন্দ্র সমূহে স্বল্পমূল্যে বিভিন্ন মেডিকেল পরীক্ষাসহ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়া, গর্ভবতী মা, নারী, শিশু, কিশোর-কিশোরী, আচরণ পরিবর্তন, বিভিন্ন সাধারণ রোগ, এ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন সেবা নাগরিকগণ নিতে পারবেন। পরে অতিথিগণ তৃণমূল পর্যায়ে নাগরিক স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে নগরীর ব্রাহ্মপল্লীতে একটি নগর মাতৃসদন এবং সানকিপাড়া জামতলা, শম্ভুগঞ্জ ও খাগডহর এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহ উদ্বোধন করেন এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

শেয়ার