Top

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

০৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল হওয়ায় রাঙামাটিতে ৩২ঘন্টার হরতাল প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের একটি রেঁস্তোরায় জরুরী সভার মাধ্যমে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুর জামান ডালিম, যুগ্ম-সম্পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, রাঙামাটি জেলা কমিটির মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আসমা মল্লিক উপস্থিত ছিলেন ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান সভায় বলেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বরাবর পত্রের মাধ্যমে বৈঠক বাতিল করতে অনুরোধ জানালে বৈঠক বাতিল হওয়ায় আমরা জণগণের স্বার্থে এ হরতাল প্রত্যাহার করে নিয়েছি। তবে আমরা সজাগ রয়েছি যেন রাতের আঁধারে যাতে কোন বৈঠক বা ষড়যন্ত্র না হয়। আমাদের নেতা-কর্মীরা সজাগ সৃষ্টি রেখেছে।

এর আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে ৩২ঘন্টার হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

শেয়ার