Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বিশ্বে আরও ১৪১৩ মৃত্যু, ৪ লাখ ৮৬ হাজার শনাক্ত

০৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
বিশ্বে আরও ১৪১৩ মৃত্যু, ৪ লাখ ৮৬ হাজার শনাক্ত
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে ১ হাজার ৪১৩ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩২ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৬ হাজার ৮৯৫ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ১২ লাখ ৩১ হাজার ৩৭ জনে।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ৫৩ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ কোটি ৮৭ লাখ ২৭ হাজার ৭৬০ জন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।

জাপানে একদিনে ২৩৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫১৭ জন আর মারা গেছেন ৪১ হাজার ২৯৩ জন।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন আর মারা গেছেন ৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৪৭৭ জন আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ১৪৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৬৫৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৭৩ জন আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ২৯৫ জনের।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু ও ২৬ হাজার ৯১৮ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৭৯ জন।

বৈশ্বিক শনাক্তের তালিকার চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ১৪৩ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৮৮২ জন আর মারা গেছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৪৬ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫০০ জন। ইতালিতে এসময়ে ৮০ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন।

এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৯৩ জন; স্পেনে ২৯ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৬৭৫ জন; ইন্দোনেশিয়ায় ২৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৩ হাজার ৬০৭ জন; ইরানে ২৯ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৯০ জন; থাইল্যান্ডে ২২ জনের মৃত্যু এবং শনাক্ত ১ হাজার ৬২ জন; ইসরায়েলে ২৩ জনের মৃত্যু এবং শনাক্ত ৯৮৪ জন; ফিলিপাইনে ৫৬ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৬ জন।

বিপি/এএস

শেয়ার