চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়্যারম্যান নাসরীন জাহান শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিজান মোল্লা, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেজাউল করিম বাবুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার প্রমুখ।
পরে ফুটবল প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন মেহার উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান কামরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী।
উল্লেখ্য যে, টানা তিন বার উপজেলা ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পড়াশুনার পাশাপাশি খেলাধূলাতেও তারা কৃতিত্বের প্রমাণ রেখে যাচ্ছেন। ১০টি ইভেন্টে ফুটবল, কাবাডি, সাতার, হ্যান্ডবল, দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।