Top

পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা উন্মোচন করতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া

১১ সেপ্টেম্বর, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা উন্মোচন করতে চায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা উন্মোচন করতে চায় বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একে অপরকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে দেখতে হবে। সমৃদ্ধির জন্য দুই দেশকে একসঙ্গে কাজের ক্ষেত্র প্রসারিত করতে হবে।

রোববার ঢাকায় দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ আজিম, পরিচালক বিদ্যা অমৃত খান এবং বিজিএমইএ’র পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শামস মাহমুদ।

এসময় বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের উন্নয়নে উভয় দেশ কীভাবে একে অপরের পরিপূরক হতে পারে সে বিষয়েও কথা বলেছেন দুই দেশের প্রতিনিধিরা।

বিজিএমইএ সভাপতি বলেন, মানবসৃষ্ট ফাইবারের (এমমফ) জন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের চাহিদা মেটাতে পারে ইন্দোনেশিয়ার টেক্সটাইল খাত। আর ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারে।

এসময় ‘মেড ইন বাংলাদেশ উইক’-এ ইন্দোনেশিয়ান তৈরি পোশাক ও টেক্সটাইল ব্যবসায়ীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান বিজিএমইএ প্রধান।

শেয়ার