যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে গত ২০ বছরে ডলারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমি পাওয়েল এমন ইঙ্গিত দেওয়ায় অন্যান্য দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম নতুন রেকর্ড গড়েছে। এতে আরও বলা হয়, জাপানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩৮ দশমিক ৮৮ ইয়েনে।
চীনের বাইরে ডলারপ্রতি দেশটির মুদ্রার দরপতন হয়েছে ৬ দশমিক ৯৩ ইউয়ান। এটি গত ২ বছরের মধ্যে সর্বনিম্ন। ডলারের বিপরীতে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংও গত ২ বছরে সর্বনিম্ন অবস্থানে এসেছে। এখন এক ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১ দশমিক ১৬ পাউন্ড।
এমন পরিস্থিতিতে ইউরোর দরপতন হয়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশ। এই তালিকায় আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মুদ্রাও।
প্রতিবেদনে বলা হয়, পাওয়েলের ইঙ্গিতে ক্রিপটো কারেন্সি বিটকয়েনও ধাক্কা খেয়েছে। এই কারেন্সির দরপতন হয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশ। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক অর্থনীতি ও মুদ্রা কৌশল বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যারল কং বার্তা সংস্থাটিকে বলেন, ‘অন্যরা যা ভেবেছিল তা হয়নি। পাওয়েল বিষয়টি পরিস্কার করে দিয়েছেন।’ তিনি মনে করেন, চলতি সপ্তাহে ডলারের দাম আরও বাড়তে পারে।