Top

শাহরাস্তিতে ভালো নেই ইমাম-মুয়াজ্জিনরা!

১৬ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
শাহরাস্তিতে ভালো নেই ইমাম-মুয়াজ্জিনরা!
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

মসজিদ হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য প্রিয় ও পবিত্র স্থান। যাঁরা আল্লাহ’র প্রিয়, তাঁরাই মসজিদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, যেমন- ইমাম, মুয়াজ্জিন, খাদিম। সেগুলো শুধু পেশা নয়, পবিত্র দায়িত্বও। সমাজের প্রত্যেক মুসলমান হবেন মসজিদের খাদেম। দরাজ ও সুললিত কণ্ঠের অধিকারী হবেন মুয়াজ্জিন। সমাজের নেতৃস্থানীয় ও বুঝদার ব্যক্তি হবেন ইমাম।

যাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা কল্যাণের পথে আল্লাহর দরবারে হাজিরা দিই। আমাদের যারা (মুয়াজ্জিন) ডেকে আনেন মসজিদে কেমন আছেন তারা? দ্রব্যমূল্য বৃদ্ধির লাগামহীন ছুটাছুটিতে সাধারন মানুষ যখন দিশেহারা সেখানে মাসে মাত্র ৪-৬ হাজার টাকা বেতনে কাজ করা এই ইমামরা তাদের জীবন কিভাবে অতিবাহিত করছেন। সমাজে অবহেলিত এই পেশার মানুষগুলোকে নিয়ে কে ভাবে? মসজিদ নির্মানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও যখন মসজিদগুলোতে মুসল্লী থাকে না, তখনও একমাত্র ইমাম ও মুয়াজ্জিনরা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মসজিদ কমিটির লোকেরা যদি সকলেই নিজ অবস্থান থেকে এগিয়ে আসতো তাহলে কখনই তাদের আর্থিক অবস্থা নিয়ে ভাবা লাগতো না।

সরেজমিনে জানা যায়, চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ করে গ্রামের ইমামদের বেতন গড়ে ৫-৬ হাজার টাকা আর মুয়াজ্জিনের বেতন গড়ে ৪-৫ হাজার টাকা। গ্রামে অনেক সময় দেখা যায় ইমাম এবং মুয়াজ্জিনের কাজ একই ব্যক্তি করছে।

শাহরাস্তি উপজেলাতে কয়েকটি মসজিদে ঘুরে ইমাম ও মুয়াজিনের সাথে এসব বিষয়ে জানতে চাইলে তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা অনেক কষ্ঠে পরিবার নিয়ে দিন যাপন করছি। দিন দিন যেভাবে সবকিছুর দাম বাড়ছে জানিনা আমরা কিভাবে জীবন যাপন করব? সব কিছুর দাম বাড়লেও আমাদের বেতন তো আর বাড়ছে না। আমরা ইমাম সবার নেতা কিন্তু এই নেতার খোঁজ কেউ রাখে না। বিভিন্ন সময় সরকার অনুদান দেয় কিন্তু আমাদের ইমামদের কেউ সাহায্য করে না। এলাকার চেয়ারম্যান, মেম্বাররা মসজিদে নামাজ আদায় করে তারা চাইলে একজন ইমাম বা মুয়াজ্জিনকে একটি চালের কার্ড করে দিতে পারে কিন্তু দেয় না। লজ্জায় এই ইমাম, মুয়াজ্জিনরা না খেয়ে থাকলেও কারো কাছে বলতে পারে না। আমরা যারা মসজিদে চাকরি করি আমাদের বেতন অনেক কম।

একজন দিনমজুরের উপার্জনও আমাদের থেকে অনেক বেশি। সরকারি কোনো সুযোগ-সুবিধাও আমরা পাই না। অনেকে টিউশনি করে কিছু আয় করে। এই টাকা দিয়ে কোনোভাবেই সংসার চলে না এবং এই টাকা দিয়ে কোনোভাবেই পরিবার নিয়ে চলা যায় না। আর এখন নিত্যপণ্যের দাম অনেক বেশি। এতে আমাদের আরও বেশি কষ্ট করতে হয়। আমরা না হয় দাওয়াতে গিয়ে নিজেদের ভালো খাওয়া খাইয়ে আত্নতৃপ্তি পাই, তবে পরিবারের লোকেরা তো আর দাওয়াত খাইতে নিতে পারি না। শেষ কবে গরুর মাংস দিয়ে পরিবার আহার করেছে তাও ভুলে গিয়েছি! পরিবারের কাউকে নিয়ে হাসপাতালে যাইতেও ভয় হয়। কেননা টেষ্ট দিলে তা করানোর মতো ক্ষমতাও আমাদের নেই। একমাত্র মহান আল্লাহর অশেষ রহমত নিয়েই আমরা কোনো মতে বেঁচে আছি!

তারা আরও বলেন সবার চাকুরির নির্দিষ্ট সময় আছে কিন্ত ইমাম, মুয়াজ্জিনের নির্দিষ্ট সময় নেই অথচ তারা যে সম্মানী পায় সেটা অতি নগণ্য। তাই মনে করি প্রতিটি মসজিদ কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে নজর দেওয়া যে, তার মসজিদের খাদেমরা কেমন আছে, তাদের কোন কিছুর প্রয়োজন আছে কিনা? দেশে যে কোন প্রতিষ্ঠান চালাতে সরকারের নির্দিষ্ট গাইডলাইন আছে কিন্তু‘ মসজিদ পরিচালনার জন্য কোন গাইডলাইন নেই। এখানে যারা ইমামতি বা মুয়াজ্জিন এর কাজ করে তাদের সম্মানীর ব্যাপারে সরকারের কোন নির্দিষ্ট কাঠামো নেই। সামান্য বেতনে কিভাবে তারা তাদের জীবন অতিবাহিত করে কেউ তাদের খোজ খবর রাখে না।

আমরা সরকারের কাছে অনুরোধ করছি, অতি দ্রুত সকল মুসলমানদের নেতা ইমামদের বিষয়ে নির্দিষ্ট একটি বেতন কাঠামো নির্ধারন করে দেয়া হোক। সমাজে বেঁচে থাকার মতো মানানসই বেতন দিয়ে আমাদেরকেও পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেয়া হোক। তবেই আমরা সমাজে বেঁচে থাকতে পারবো। নয়তো এক সময় এই পেশায় কেউ আসতে চাইবে না।

শুধু অর্থ দিয়ে কি ইমাম, মুয়াজ্জিনের হক আদায় করা সম্ভব? তাঁদের সম্মান ও ভালোবাসা দেখাই। তাঁদের অবহেলা, অবজ্ঞা, অসম্মান করলে নামাজের প্রতি মনঃসংযোগ আনাও সম্পূর্ণ হওয়ার কথা না। তাঁদের কোনো অপূর্ণতা বা দোষ-ত্রুটি থাকলে সেসব সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সর্বোপরি, উপযুক্ত ও যোগ্য মানুষকে এসব দায়িত্বের জন্য আমরা নির্বাচন করি বা নিয়োগ দিই। তাতে এসব মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আরও হৃদ্যতাপূর্ণ ও গাঢ় হবে।

 

শেয়ার