Top

আনোয়ারায় তালা ভেঙে দুই মন্দিরে চুরি

১৬ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
আনোয়ারায় তালা ভেঙে দুই মন্দিরে চুরি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই মন্দিরের তালা কেটে মূর্তির স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কেয়াগড় গ্রামের কেয়াগড় সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী ও শিব মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।

মন্দির থেকে চুরি হয়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে দান বাক্সের আনুমানিক নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণ অলঙ্কার এবং কাশা, ঘন্টা, শঙ্খ, মন্দিরের অনেক মূল্যবান আসবাবপত্র।

কেয়াগড় গ্রামের বাসিন্দা অংকুর দত্ত জানান, রাতে মন্দিরের তালা কেটে মন্দিরের দানবাক্সসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা করেছে আমরা এখনো জানতে পারিনি। আনোয়ারা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমরা চুরি যাওয়া মন্দিরটি পরিদর্শন করেছি। মন্দিরের লোকজনদের সাথে কথা বলেছি। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

শেয়ার