Top

চট্টগ্রাম কাস্টমস বিলাসবহুল ৭৯ গাড়ি নিলামে তুলছে

১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ
চট্টগ্রাম কাস্টমস বিলাসবহুল ৭৯ গাড়ি নিলামে তুলছে
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দর দিয়ে কার্নেট দি প্যাসেজ সুবিধায় আনা নামি-দামি সাত ব্র‍্যান্ডের ৭৯টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। গাড়িগুলো নিলামে বিক্রির জন্য ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করেছে সরকারের গুরুত্বপূর্ণ এ সংস্থাটি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন এ তথ্য নিশ্চিত করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুইজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস ও মিটসুবিশি ব্র‍্যান্ডের গাড়িগুলো নিলামে বিক্রি হবে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর গাড়িগুলো পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৫ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত আগ্রহী ক্রেতারা দরপত্র জমা দিতে পারবেন।

এ বিষয়ে কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, গাড়িগুলো নিলামে বিক্রির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করেছি। কাজেই গাড়িগুলো বিক্রিতে আর বাধা নেই। ক্রেতাকে আলাদা করে আর ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করতে হবে না। আশা করছি আমরা ভালো সাড়া পাবো।

শেয়ার