ভারত সীমান্তবর্তী জেলা শেরপুরে পর্যটনে প্রচুর সম্ভবনা রয়েছে তাই শীঘ্রই গারো পাহাড়ে পর্যটন মোটেল তৈরী করা হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদির রাজা পাহাড়, ঝিনাইগাতির গজনী অবকাশ ও নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক ঘুরে দেখেন।
জেলা প্রশাসন নিজস্ব তহবিল থেকে অবকাশ কেন্দ্রের কিছু কিছু উন্নয়ন করে আসছে। আবার বনবিভাগের পরিচালিত মধুটিলা ইকুপার্কটির উন্নয়ন থেমে আছে দীর্ঘদিন ধরে। এসব পর্যটন কেন্দ্রের উন্নয়ন করে দর্শনার্থীদের সামনে আরো আকর্ষনীয় করতে ১৬ সেপ্টেম্বর বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেনের নেতৃত্বে পর্যটন কর্পোরেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গারো পাহাড়ের পর্যটন কন্দ্রেগুলো পরিদর্শন করেন।
এসময় উপিস্থত ছিলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী কদর, বাংলােদশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম ও বনবিভাগের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ প্রমুখ।
উল্লেখ্য, জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুরে যোগদানের পর থেকেই পর্যটন কেন্দ্র গুলোর উন্নয়নের দিকে নজর দেন। তার প্রচেষ্টায় সরকারের উচ্চ পর্যায়ের এ টীম পরিদর্শনে আসেন।