চাঁদপুরের হাজীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ২৮ হাজার ২৭০ জন, ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৭ হাজার ৮৯১ জন ও স্থানান্তরিত হয়েছেন ৪৫০ জন ভোটার। পূর্বের ভোটার তালিকা থাকাকালীন যারা মারা গেছেন হালনাগাদে তাদেরকে বাদ দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় নতুন করে পুরুষ ভোটার হয়েছেন ১৫ হাজার ৬৫ জন ও নারী ভোটার হয়েছেন ১৩ হাজার ২০৫ জন।
হাজীগঞ্জ পৌর এলাকায় ভোটার হয়েছেন ৪ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ২৯৯ জন ও নারী ভোটার ১ হাজার ৮৩৩ জন।
গেলো ৩০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ড ও উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।
এরপর ৩০ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছবি তোলা ও ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নতুন ভোটারের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান জানান, সুশৃঙ্খল ও সুন্দরভাবে হালনাগাদ কার্যক্রম শেষ হয়েছে। এখন সার্ভারে তথ্য প্রদানের জন্য স্ক্যানিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে যারা নতুন ভোটার হয়েছেন, তারা নির্বাচন কমিশনের অনলাইন থেকে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ডাউনলোড করে নিতে পারবেন।