নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের পারস্পরিক অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে নোয়াখালী পৌরসভা।
সোমবার সকাল ১১ টায় নোয়াখালী পৌরসভার বীরমুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি পৌর কনভেনশন হলে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এছাড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর গণ এবং পৌর এলাকার বিভিন্ন মসজিদ-মন্দির-গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির শহর নোয়াখালীতে যেন কোন ধরনের সাম্প্রদায়িক শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে সকল ধর্মের অনুষ্ঠানে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোন ঘটনা কারো চোখে পড়লে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন বক্তারা।