নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাটে বজ্রপাতে জিল্লাল হোসেন (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।
বুধবার দুপুর আড়াইটার দিকে চেয়ারম্যান ঘাট বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেছ এলাকার চর জগবন্ধু গ্রামে আবদুল খালেকের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে চেয়ারম্যান ঘাটে আসেন জিল্লাল হোসেন। দুপুর আড়াইটার দিকে ঘাটে মাছ নামিয়ে দিয়ে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির পাশ্ববর্তী বালুর মাঠ হয়ে ট্রলারে যাচ্ছিল তিন জেলে। এসময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে কয়েক মিনিটের মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান জিল্লাল হোসেন, এসময় আহত হয় তার সাথে থাকা আরও দুই জেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।