Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

অং সান সুচির আরও ৩ বছরের কারাদণ্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২ ১:০০ অপরাহ্ণ
অং সান সুচির আরও ৩ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে বৃহস্পতিবার দেশের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সে সময় সুচিসহ বেসামরিক সরকারের বেশ কয়েকজনকে আটক করা হয়। খবর আল জাজিরার।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী বেসামরিক সরকারকে উৎখাতের পর সুচির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অন্তত ২০টি মামলা করা হয়েছে। এর আগে দেশদ্রোহীতা, দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগে তাকে ১১ বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। এছাড়া গত আগস্টে দুর্নীতির চার মামলায় তাকে আরও ৬ বছর সাজা ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সুচির তিন বছরের সাজা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তার অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকেও দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকেও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পাঁচদিন পর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ টার্নেলকে গ্রেফতার করা হয়। তবে অস্ট্রেলিয়ার দূতাবাসকে তার বিচারে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং বিচারের সময় তার সঙ্গে কোনো অনুবাদককেও রাখা হয়নি।

রয়টার্স নিউজ এজেন্সিকে এই কার্যক্রমের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, তাদের প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কঠোর শ্রম অন্তর্ভূক্ত করা হয়নি। তবে টার্নেল এবং অং সান সুচি, দুজনেই আগস্টে সাক্ষ্য দেওয়ার সময় এই মামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। তবে কঠোর হাতে বিক্ষোভ দমন করছে সামরিক বাহিনী। এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫শ মানুষ নিহত হয়েছে এবং আটক হয়েছে আরও ১২ হাজার ৫শ মানুষ।

বিপি/এএস

শেয়ার