সারাদেশের ন্যায় চট্টগ্রামেও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সোমবার সকাল ৯টায় শুরু হয় এ ভোটগ্রহণ।
জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি’র মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত। তবে গত এক মাস ধরে প্রচার প্রচারণায় এটিএম পেয়ারুল ইসলামকে মাঠে পাওয়া গেলেও দেখা মিলেনি স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিতের।
এদিকে নির্বাচনে চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৫টি সাধারণ সদস্য পদে ৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৫ পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২ হাজার ৭৩০ জন ভোটার ১৫ উপজেলায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বেলা ২টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, চট্টগ্রামের ১৫ উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি সিসিটিভি’র মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। প্রতি ভোটকেন্দ্রে ৭ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন। দায়িত্বে রয়েছেন ৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।