ঋণ খেলাপিকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেছেন বাংলাদেশ সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল এফবিসিসিআই আয়োজিত দ্য রোল অব পিপিপি ইন অ্যাচিভিং ভিশন ২০৪১’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
সালমান ফজলুর রহমান বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ঋণ খেলাপি। তবে ঋণ খেলাপির সমস্যা সারা বিশ্বেই রয়েছে। অন্যান্য দেশগুলো এসব সমস্যার মধ্যেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভারত ঋণ খেলাপিদের আইন অনুযায়ী সাজা দিচ্ছে। তবে কোম্পানিকে তারা বাঁচিয়ে রাখছে। আমরাও এটা নিয়ে কাজ করছি। আমাদের আইনটি পরিবর্তন করা হবে। ব্যাংক আইনে তাদের মতো করে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে যাচ্ছি।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের কোন ফরেন এক্সচেঞ্জ ছিলো না। আমরা শূন্য রিজার্ভ দিয়ে কাজ শুরু করেছিলাম। সেসময় জি টু জি পদ্ধতিতে আমরা পণ্য আমদানি করতাম। তখন আমরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে বেসরকারি খাতে রপ্তানি করার বিষয়টি বলি। বঙ্গবন্ধু বললেন এটি একটি ভালো উদ্যোগ, তবে ৬০ ভাগ ট্রেডিশনাল পণ্য এবং ৪০ শতাংশ নন-ট্রেডিশনাল পণ্য রপ্তানি করতে হবে। পাকিস্তান আমলে আমরা কোনদিন চা রপ্তানি করিনি। তবে বঙ্গবন্ধুর পরামর্শে আমরা চা ও মধু, চিংড়িসহ আরও অনেক নন-ট্রেডিশনাল পণ্য রপ্তানি করেছিলাম।
দেশে পিপিপি এর প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি আরও বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া আমাদের কোন উপায় নেই। পাবলিক পার্টনারশিপ প্রজেক্টগুলোতে আমরা জোর দিচ্ছি। বর্তমানে এরকম ৭৭টি প্রোজেক্ট হাতে রয়েছে। এর মধ্যে ১টির কাজ শেষ হয়েছে। জাপানের সঙ্গে ৩ থেকে ৪টির কাজ চলমান রয়েছে। এছাড়া কোরিয়ার সঙ্গেও ৩ থেকে ৪টি প্রজেক্টের কাজ চলছে। কাজগুলো শেষ হলে আমরা এর সুফল পাবো।
তিনি আরও যুক্ত করেন, দেশকে এগিয়ে নিতে হলে বেসরকারি খাতকে প্রয়োজন বলে বঙ্গবন্ধু বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর বিশ্বাসের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে কাজ শুরু করলেন। বেসরকারি খাতের বেশ কিছু কাজ প্রথম হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে। ১৯৯৬ সালে প্রথম বেসরকারি খাতে এয়ারলাইন্স লাইসেন্স দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনার সময়ে পাওয়ার জেনারেশনে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হয়। বেসরকারি খাতে টেলিভেশন স্টেশনের উদ্ভাবন করা হয়। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর প্রথম ক্ষমতায় এসে ব্যাংক ও ইন্সুরেন্সের বেসরকারি খাতে অনেকগুলো লাইসেন্স দিয়েছিলেন। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে বিদ্যুৎ নিয়ে অভাবনীয় কাজ করেন। বর্তমানে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদুৎ পাওয়া যাচ্ছে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ২০৪১ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের আরও তিনশ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। সরকারের এই গোল নিশ্চিত করতে এবং আর্থিক অপচয় রোধে পিপিপি সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। তবে এজন্য সরকারি এবং বেসরকারি আস্থাহীনতার প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমাদের ইমোশনাল সিদ্ধান্ত থেকে বের হতে হবে। কারণ আমরা পিপিপিতে অনেক বেশি সফল না। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে আমাদের ঢাকার যানজট অনেক কমবে। এটা আমাদের একটি সাফল্য। এরকম রেলসহ অনেক কিছু আমাদের দরকার। আমরা এসব কাজ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি নাসের এজাজ বিজয়। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উপদেষ্টা মোহাম্মদ হাসান হায়দার, গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক এবং এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী। সেমিনারে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও অন্যান্য পরিচালকরা। সেমিনার সঞ্চালনা করেন এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।