কালো টাকা না কমলে অর্থ পাচার কমবে না রেমিট্যান্সও বাড়বে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
তিনি বলেন, অর্থ পাচার ও কালো টাকা না কমলে বৈধ পথে রেমিট্যান্সও বাড়বে না।
বুধবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিতর ‘বৈধ পথে রেমিট্যান্স চ্যালেঞ্জ ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়া, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মওলা প্রমুখ।
আহসান এইচ মনসুর বলেন, করোনার পর বৈধ পথে রেমিট্যান্স বেশি এসেছে। সে সময় হুন্ডি পথে টাকা কমে এসেছে। কিন্তু এখন অবৈধ পথে বেশি রেমিট্যান্স আসছে।