সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের আফতাব উদ্দিন ও তার সহযোগীদের গ্রেপ্তার ও জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া গ্রামের ভুক্তভোগী হোসাইন মাহমুদ শাহীন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আমার উপর দুইবার হামলা হয়েছে। আমি রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এখন আমার জমি ও দোকানপাট দখল করে নিয়েছে। আমার মালিকানাধীন ভৈরবীবাজার ঘাট থেকে চাঁদা আদায় করছেন আফতাব উদ্দিন ও তার
সহযোগীরা। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে।
শাহীন আরো জানান,আমি বর্তমানে তার ভয়ে আমি ও আমার পরিবার ভিটেবাড়ী ছাড়া। আমার দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে প্রকাশ্য আমি ও আমার পরিবারকে খুন করবে বলে হুমকি দিচ্ছে। আমার উপর হামলার পর সুনামগঞ্জের সাংবাদিক সমাজ শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে দোষীদের বিচার চেয়েছেন। এরপরও পুলিশ প্রশাসনের কাছে আমি এখন পর্যন্ত কোন ন্যায় বিচার পাইনি। মামলা তদন্তের নামে পুলিশ প্রশাসন আসামীদের সাথে নিয়ে তদন্তের নামে তাদেরকে অন্যায় কাজে আরো
উৎসাহ দিয়েছে।