মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে “গণিতের বিকাশ, প্রতীভার প্রকাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম গণিত অলিম্পিয়াড -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রখ্যাত বৈজ্ঞানিক ও “ফ্রিডরিখ উইহেল বেসেল রিসার্চ এ্যাওয়ার্ড -২০০৯” প্রাপ্ত অধ্যাপক এ,এ, মামুন, ফেলো, দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সাইন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খান রিতা।
ত্রিশ মিনিটের খুদে গণিত শিক্ষার্থীদের পরিক্ষা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারীকে দুই, দ্বিতীয় স্থান অধিকারীকে দেড় ও তৃতীয় স্থান অধিকারীকে এক হাজার টাকা ছাড়াও সনদ, ক্রেস্ট ও মেডেল পড়িয়ে দেয়া হয়। প্রতিযোগিতায় জেলার ৩৮ টি স্কুলের প্রায় দুই হাজার ৫০০শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।