Top

১১ নভেম্বর, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ
শিমুল খান :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে ২ হাজার নেতাকর্মীসহ উপস্থিত হয়েছেন নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান ও নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমেন বসু।

গতকাল শুক্রবার সমাবেশ শুরুর আগেই নড়াইল থেকে নেতাকর্মীদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান তারা।

নড়াইল জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান জানান, আমাদের এলাকার প্রায় দুই হাজার নেতা-কর্মী এসেছে। আমরা সবাই মিলে সমাবেশটি সফল করতে চাই। যুবলীগ সব সময় বাংলার মানুষের পাশে থাকবে।

দৈনিক বাণিজ্য প্রতিদিনের সঙ্গে আলাপকালে নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সৌমেন বসু বলেন, ‘যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ইতিবাচক ধারায় যুবলীগ পরিচালিত হচ্ছে। ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব, ইনশাল্লাহ।’

সৌমেন বসু বলেন, বিএনপি রাজনৈতিক দল নয়। এরা পাকিস্তানের এজেন্ট। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করে তারা আবার কিসের দল? তারা গণতন্ত্রকে হত্যা করে। এবার আবার গণতন্ত্রের কথা বলে। আগামি সংসদ নির্বাচনে নড়াইল জেলার সব আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বদামাঠে থাকবে নড়াইল জেলা যুবলীগ।

নড়াইল জেলায় নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও ঐক্যবদ্ধের কোনো প্রতিযোগিতা নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, যুবলীগকে শক্তিশালী করতে, স্বাধীনতার স্বপক্ষের হাতকে শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবে যুবলীগ।

সমাবেশের আগে থেকেই কেন্দ্রীয় যুবলীগের ভাষ্য ছিল- সংগঠনের সুবর্ণজয়ন্তীতে অন্তত ১০ লাখ লোকের সমাগম হবে। শুক্রবারের সমাবেশে এ কথার প্রমাণও মিলেছে। নড়াইল জেলা যুবলীগের মতো অন্যান্য ইউনিটের নেতারাও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ দিন সমাবেশে যোগ দেন।

কর্মীদের উপস্থিতিতে সন্তোষও প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সদস্যদের শুভেচ্ছাও জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ দিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় যুব সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার