Top

৪ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের কর্মসূচি

৩১ জানুয়ারি, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
৪ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের কর্মসূচি
রাবি প্রতিনিধি :

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ মার্চের মধ্যে চতুর্থ বর্ষের চুরান্ত পরীক্ষা সম্পন্ন করতে ৪-দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।

রবিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে দাবি মেনে চুড়ান্ত পরীক্ষা গ্রহনের আহ্বান জানান তারা।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিতে হিসেবে উল্লেখ করেন, পরীক্ষা চলাকালে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা, করোনা কালে হল ফি-সহ অন্যান্য অতিরিক্ত ফি-সমূহ মওকুফ এবং উপরিউক্ত সকল দাবি মেনে নিয়ে আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা।

নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় শুরু হওয়া এ কর্মসূচিতে বক্তারা বলেন, আর কতদিন এভাবে আমাদের প্রতীক্ষার প্রহর গুনতে হবে। পরিবারে ইতোমধ্যে আমরা বোঝা হয়ে পড়েছি। পরিবার এখন আমাদের কাছে কিছু চায়। তাদের করুণ চাহনি দেখে যখন আমরা কিছুই করতে পারছিনা তখন আমরা সত্যিই মানসিক ভাবে ভেঙে পরছি।

সরকার ও প্রশাসন শিক্ষার্থীদের সাথে লোফালুফি খেলছে মন্তব্য করে বক্তারা বলেন, সরকার বলছে তোমরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়ো। সুতরাং প্রশাসন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এদিকে প্রশাসন বলছে আমরা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছি। এইযে সরকার ও প্রশাসনের লোফালুফি খেলা- সরকার ছুড়ে দিচ্ছে প্রশাসনের দিকে, প্রশাসন ছুড়ে দিচ্ছে সরকারের দিকে। মাঝখানে আমরা জাতাঁকলে পড়ে হতাশায় মরছি এর দায়ভার কে নিবে? সবার আলোচনা সাপেক্ষেই তো একটা সুদূরপ্রসারী সিদ্ধান্তে আসা যায়। তবে প্রশাসন কেন তাদের শিক্ষার্থীদের কথা ভেবে সেটা করছে না তা আমাদের বোঝে আসেনা বলেও হতাশা প্রকাশ করেছেন তারা।

এছাড়া সরকারি হিসেবে কওমী মাদ্রাসা খোলার ৫-৬ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্তের ঘটনা আমারা দেখিনি। অথচ যেখানে শিক্ষার্থীরা একই রুমে গাদাগাদি করে থাকছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রতি রুমে ২ থেকে ৪ জন শিক্ষার্থী থাকেন। তাহলে বিশ্ববিদ্যালয় আবাসিক হল না খুলার অযুহাত কি শুধুই করোনা নাকি অন্য কিছু এটা আমাদের যথেষ্ট ভাবাচ্ছে বলেও মন্তব্য এই শিক্ষার্থীদের।

অর্থনীতি বিভাগের খায়রুল ইসলাম দুখু বলেন, এবছর আমাদের আটকে থাকা পরীক্ষা নেয়ার কথা থাকলেও সেটা নিচ্ছেন না প্রশাসন। ফলে করোনায় এদিকে অর্থনৈতিক সংকট অন্য দিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হতে না পেরে কোন কর্মসংস্থানের অপারগতা! সব মিলে মানসিক ভাবে আমরা শুধুই ভেঙেই পরতেছিনা রীতিমতো মানবেতর দিনাতিপাত করছি প্রতিটি মুহূর্তে।

এছাড়া অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে আবাসন ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার জোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন ফিসারিজ বিভাগের শিক্ষার্থী শ্যামল অধিকারী, মেটারিয়াল সায়েন্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইবরাহিম খলিল ও ফকলোর বিভাগের শিক্ষার্থী আভা বক্তব্য রাখেন।

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার