Top

জনমনে একটি প্রশ্ন-চিনি তুমি কার?

১৪ নভেম্বর, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
রায়পুরন (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

চিনির হাট মহার্ঘ। দাম আকাশচুম্বী, মই বেয়েও নাগাল পাচ্ছে না মধ্য থেকে নিম্মবিত্ত মানুষগুলো। বিত্তহীন মানুষগুলো একপ্রকার চিনি খাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে। লক্ষ্মীপুরের রায়পুরের প্রত্যন্ত গ্রামে থাকেন আহ্লাদি বেগম। পরিবারের আয়ের উৎস একেবারে শুন্যের কোটায় বললেই চলে। ক্ষুধা-কষ্টে দিনাতিপাত করলেও মুখ ফুটে বলতে পারেন না কারো কাছে।

ক’দিন আগেও থাকতেন জীর্নশীর্ন ঘরে, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মারুফ জাকারিয়ার কল্যাণে মিলেছে মাথা গোঁজার ঠাঁই। পন্য-দ্রব্যের মূল্য বাড়ায় এতদিন দিশেহারা অবস্থায় থাকলেও চিনির মূল্য বৃদ্ধির সংবাদে এবার হারাতে বসেছেন জ্ঞানটুকুও। কারণ অসুস্থ স্বামীর আহার বলতে এই চিনি,চিঁড়া আর টুকটাক কিছু শুকনো খাবার।

শুধু আহ্লাদী বেগম নন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা দেশের আশি শতাংশ মানুষ। শিক্ষক,চিকিৎসা, মুটে-মজুর, থেকে শুরু করে কম-বেশি সবাই আছেন সার্বক্ষণিক চিন্তামগ্ন। গত কয়েকদিন আগেও যেখানে কেজি প্রতি চিনির মূল্য ছিলো প্রায় ১১০ টাকা সেটি এখন বিক্রি হচ্ছে প্রায় ১শত ২০ টাকা কেজি দরে। এক লাফে প্রায় ১০ শতাংশ মূল্য বাড়ায় নির্বাক ভোক্তা সাধারন।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির বাজার দরের একটি প্রতিবেদন বলছে, গত বৃহস্পতিবার প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১৫ টাকায়, যা এক মাস আগে ৯০ থেকে ৯২ টাকা ছিল। অথচ মাস না পেরোতেই এর দাম বেড়ে দাঁড়িয়েছে ১শত ২০ টাকা।

জেলার রায়পুর উপজেলার একজন মুদি দোকানি বলেন, চিনির দাম বাড়ায় ক্রেতারা চিনি কিনতে অনিহা প্রকাশ করছেন। এতে সামান্য মুনাফা বাড়লেও আমার বিক্রি কমে গেছে। এ নিয়ে আমি চিন্তিত।

এদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মকবুল নামের এক ক্রেতা বানিজ্য প্রতিদিনকে বলেন, আর কত কষ্ট সহ্য করবো আমরা? আমার দৈনিক আয় ৫শত টাকা। আজ শুনি এক কেজি চিনি ১২০ টাকা। দুইটা সন্তান স্কুলে পড়ে। বাজার-সদাই ঠিকমতো না হওয়ায় রিয়ার ( মকবুলের স্ত্রী) সাথে আমার সম্পর্কের এখন বেহাল অবস্থা।

চিনির বাজার নিয়ন্ত্রণে না আসলে নিন্মবিত্তের কষ্টের মাত্রা আরো বাড়বে বলে মনে করেন এখানকার বিশিষ্টজনরা।

 

শেয়ার