যক্ষ্মা প্রতিরোধে নোয়াখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) জেলা ডায়েবেটিকস সমিতির মিলনায়তন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলে এ সভা।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। নাটাবের জেলা সভাপতি কাজী রফিক উল্যাহর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন নোয়াখালী বক্ষ্মব্যাধী ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবু রায়হান।
সভায় ডা. মো. আবু রায়হান বলেন, প্রতিমাসে নোয়াখালীতে এক হাজারের অধিক যক্ষ্মা রোগী সেবা নিয়ে থাকে। সাধারণ মানুষ এখনো যক্ষ্মা বিষয়ে অসচেতন। পল্লী চিকিৎসা দিয়েই তারা সন্তুষ্ট থাকতে চায়। তারা তথ্যের জন্য গণমাধ্যমের কর্মীদের প্রতি আস্থা রাখেন। তাই যক্ষ্মা নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা কামনা করছি। যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
নাটাবের জেলা সভাপতি কাজী রফিক উল্যাহ বলেন, বসন্ত, ম্যালেরিয়া ও যক্ষ্মা এই রোগ গুলো এক সময় মহামারীর মতো ছিল। কিন্তু সরকারের স্বদিচ্ছা ও নাটাবের কার্যক্রমের ফলে নোয়াখালীতে এর প্রাদুর্ভাব অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। রোগ নিরাময়ে জনসচেতনার কোন বিকল্প নেই। এ জন্য জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে এর প্রচার ও প্রসারে গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক রোগ, এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ে কাশি থাকলে কফ পরীক্ষা করাতে হবে। কফ পরীক্ষায় রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষুধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। হাঁচি, কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে।
মাসুম ইফতেখার আরও বলেন, আমাদের একটা লক্ষ্য আছে তা হলো ২০৩০ সালের মধ্যে যক্ষায় যে মৃত্যুর হার তা একেবারে শূণ্যের কাছাকাছি নামিয়ে আনা। যারা যক্ষা রোগী হিসেবে সনাক্ত হয়েছে তাদের পরীক্ষা ও চিকিৎসার আহতায় আনা। জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বক্ষব্যাধি ক্লিনিক এবং বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, কারাগার, এনজিও ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক সমূহে বিনামূল্যে কফ পরীক্ষা ও যক্ষ্মা চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
মতবিনিময় সভায় নাটাবের মাঠ কর্মী মাসুদ হাসানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এবং স্থানীয়ভাবে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ উপস্থিত ছিলেন।