একদিকে করোনার সময়কালে দেড় বছরের অধিক সময় ধরে পড়াশোনা বন্ধ। যার ফলে সেশনজটের মতো মহামারীতে আক্রান্ত। অপরদিকে শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নানামুখী আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের জীবন। এতে নানা রকম হতাশা ও দুর্চিন্তার কবলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। কেউবা আবার নিজ কর্মস্থল খুঁজে বেড়াচ্ছেন।
এদিকে শিক্ষকদের অভিন্ন নীতিমালা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মানের বিরোধিতা করে গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে শিক্ষক সমিতির সভাপতি ড. মাে. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মাে.আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘােষণা করেন শিক্ষক সমিতি। সেই থেকে আজ পর্যন্ত সপ্তম দিনের মতো কর্মবিরতি চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতি ও শিক্ষকদের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি ইউজিসি কর্তৃক হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি করেন শিক্ষকরা। সাধারণ সভায় শিক্ষকদের পরামর্শে দাখিলকৃত অভিন্ন নীতিমালাঃ পর্যালােচনা কমিটির সুপারিশ গ্রহণ না করে রিজেন্ট বাের্ড ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা নির্দেশিকাটিই হুবহু অনুমােদন করা হয়। এই কারনে শিক্ষকরা কর্মবিরতি ঘােষণা করেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ৫৫একরের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের বিরোধিতা করে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মবিরতির ফলে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্লাস, চলমান পরীক্ষাও বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাশ হয়ে বাড়ি চলে যাচ্ছে। কেউবা আবার নিজের ভবিষ্যৎ চিন্তা করে নানা রকম মানসিক সমস্যায় ভুগছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেশ কয়েক বিভাগের মিডটার্ম পরীক্ষা সহ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, তা আন্দোলনের কারণে শুরু করতে পারছে না। এমনকি শিক্ষকদের কর্মবিরতির ফলে গেলো বৃহস্পতিবার(১০নভেম্বর) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে এব্যাপারে ভর্তি নিয়ন্ত্রণ দপ্তর থেকে পূর্ব জারিকৃত কোনো প্রকার নোটিশ প্রদান করা হয়নি। এতে ভোগান্তির সম্মুখীন হয়েছেন নবাগত অনেক শিক্ষার্থী। তবে উপাচার্যের সাথে শিক্ষক সমিতির আলোচনা শেষে বিকেল ৪ঘটিকার পর পুনরায় ভর্তি কার্যক্রম শুরু করা হয় বলে জানা যায়।
শিক্ষক সমিতির কর্মবিরতির বিষয়ে ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হোসনেআরা খাতুনের সাথে কথা বলে জানা যায়, বিগত করােনার কারনে পড়াশোনাতে অনেক ঘাটতি হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা সেশনজটের সম্মুখীন হয়েছে। এখন আবার শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচী পালন করছে। এতে করে আমরা পূর্বের মতো সেশনজটে পড়ে থাকব। তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমাদের সম- ব্যাচের বন্ধু-বান্ধবীরা আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছে। অনেকে আবার ফাইনাল ইয়ারেও উঠে গেছে। তিনি বলেন, আমার সম-ব্যাচের এক বান্ধবী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে এবং আরেক বান্ধবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারে উঠে গেছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে দু’দিন পর পর আন্দোলনের কারনে একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে সর্বোপরী সাধারণ শিক্ষার্থীরাই বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেন, এভাবে কােন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালাে ফলাফল আশা করতে পারেনা। তাই শিক্ষকদের উচিৎ ছাত্র-ছাত্রীদর কথা চিন্তা করে শ্রেণীকক্ষে ফিরে আসা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থী মো. নাঈম ইসলাম বলেন, শিক্ষক নিয়োগ এবং আপগ্রেডেশন-এর অভিন্ন নীতিমালা সম্পূর্ণ শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এবং আইসিটি পার্ক এই বিশ্ববিদ্যালয়ের কেউ চায় না, আইসিটি পার্ক এর কোনো কাজ ৫৫ একরে আমরা হতে দিবো না। তিনি বলেন, দুইটা দাবির কোনোটার জন্যই ক্লাস পরীক্ষা বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে পাই না আমি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাতো মাস গেলে বেতন চলে যাবে ব্যাংকে। করোনায় পিছিয়ে পরা হতাশ শিক্ষার্থী এবং তাদের পরিবারের কথা ভেবে ক্লাস পরীক্ষা চলমান রেখে দাবি আদায়ের সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিলো আপনাদের। তারচেয়ে শিক্ষার্থীদের বিষ কিনে দিন। তারপর আর কেউ ক্লাস পরীক্ষা চাইবে না। আপনারা যতদিন খুশি কর্মবিরতিতে থাকেন।
এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, উপাচার্য আমাদের দাবীর বিষয়টি নিয়ে ঢাকায় গিয়েছিলেন। এবং আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে তিনি আলোচনা করেছেন। ২-৩দিনের মধ্যে চলমান সমস্যাটি সমাধান হবে বলে আশা করেন তিনি।
শিক্ষকদের কর্মবিরতির ফলে সাধারন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশনজটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে অনেক আন্দোলন হয়েছে। তবে আন্দোলনের পরে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদেরকে পুষিয়ে দিয়েছি। এবারও সেটা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব বলেন, গত বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাথে মিটিং করা হয়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যে যে সুপারিশ করেছেন সেগুলাে ইউজিসির মিটিং এ উপস্থাপন করা হয়েছে। এর পরও শিক্ষকরা আন্দােলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকরা আমার কথার গুরুত্ব দিচ্ছেন না। এখন ইউজিসি সমস্যা সমাধানে যে সিদ্ধান্ত দিবে সেভাবে কাজ হবে। আমার কিছু করার নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরাে বলেন, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে জেনে বুঝে কিছু করতে পারছিনা। ক্লাস বা পরীক্ষা নিতে হলে শিক্ষক দরকার। শিক্ষকরা না আসলে আমি কি করতে পারি। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলনের কারনে আজ মঙ্গলবার(১৫নভেম্বর) ইউজিসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে অনলাইনে আলোচনা হয়েছে৷ আশা করি বর্তমান সমস্যাটি কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।