Top

বাংলা একাডেমিতে হোমিওপ্যাথিক গ্রন্থমেলা অনুষ্ঠিত

১৯ নভেম্বর, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
বাংলা একাডেমিতে হোমিওপ্যাথিক গ্রন্থমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :

বাংলা একাডেমিতে হোমিওপ্যাথিক রাইটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে হোমিওপ্যাথিক লেখক সম্মিলনী ও গ্রন্থমেলা। দুই দিনব্যাপী এই মেলা ১৮ নভেম্বর এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে বিশিষ্ট হোমিওপ্যাথিক লেখক ও শিক্ষাবিদ ডা. মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে লেখক সম্মিলনী ও গ্রন্থমেলার উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের প্যানেল চেয়ারম্যান ও সদস্য ডা. আশীষ শংকর নিয়োগী।

অনুষ্ঠানে হোমিওপ্যাথিক রাইটার্স অ্যাসোসিয়েশনের পরিচিতি উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক ডা. আহাম্মদ হোসেন ফারুকী। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে আলোচনায় অংশ নেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. কায়েম উদ্দিন এবং দ্বিতীয় দিন আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি ফেলো ডা. অপরেশ কুমার ব্যানার্জি এছাড়াও দেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক লেখকগণ বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তারা নতুন বই লেখার জন্য সবাইকে উৎসাহিত করেন। একই সাথে বই পড়ার প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন।

শেয়ার