চট্টগ্রামে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ২২৪ জনকে আসামি করেছে পুলিশ। তাদের মধ্যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২১০ জন অজ্ঞাত আসামি।
রোববার (২০ নভেম্বর) দুপুরে কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, মামলায় যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইসহ নানা অভিযোগে এই মামলা করেছেন এসআই রোকনুজ্জামান।
পুলিশ জানায়, শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফ ও দেলোয়ারকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তাদের কালুরঘাট পুলিশ ফাঁড়িতে আনার পর কয়েকজন হিজড়া ও তাদের সহযোগীরা পুলিশ ফাঁড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে দেলোয়ার ও হানিফকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে নাজমা আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমা ইয়াবাসহ আটক হানিফের বোন। পুলিশ ফাঁড়িতে হামলাকারীরা পরে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।