চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমেটেড (সিইউএফএল) এর অ্যামোনিয়া প্লান্টে লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে সিইউএফএলে আগুনের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় কাফকো, আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইউনিট গুলো।
সিইউএফএল ফায়ার এন্ড সেইফটি বিভাগ সূত্র জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে ফায়ার এন্ড সেইফটি বিভাগের ইনচার্জ আব্দুর রহমান মাঝি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এবিষয়ে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসছে তবে ক্ষয়ক্ষতি বলা যাবে না। বর্তমানে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।