Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা

২৩ নভেম্বর, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিবেদক :

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নর্থ বেঙ্গল রিজিওনের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রংপুরে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম চৌধুরী, নর্থ বেঙ্গল রিজিওনের ১৬টি জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই খাত ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের প্রধান মো. মতিয়ার রহমান। মার্কেন্টাইল ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের ২১টি শাখার প্রধান ও ৮টি উপশাখার ইনচার্জরা সভায় অংশ নেন।

বিপি/আজাদ

শেয়ার