Top

বরিশালে দুই দিনব্যাপী বীমা মেলা উদ্বোধন

২৪ নভেম্বর, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
বরিশালে দুই দিনব্যাপী বীমা মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

‘জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে, বীমা করি প্রতি জনে’ স্লোগানকে সামনে রেখে বরিশালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বীমা মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তত্ত্বাবধানে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্কে) এ মেলা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রথম দিনে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মাইনুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় ভার্চুয়ালি অংশ নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরে অতিথিদের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।

মেলায় দেশের দু’টি সরকারি বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশনের পাশাপাশি বেসরকারি বীমা কোম্পানিগুলো এবারের মেলায় অংশগ্রহণ করছে। তাছাড়া বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), বীমা বিষয়ে প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর স্টল রয়েছে।

আগামীকাল (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু উদ্যানে সকাল ১০টায় মেলার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে বীমা খাতে ডিজিটালাইজেশনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মেট লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমদ। তাছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান। এছাড়া অনুষ্ঠানের মডারেটর হিসেবে থাকবেন রূপালী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায়।

সমাপনী অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার), অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী, আরো বক্তব্য রাখবেন কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম এবং বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

জানা যায়, বরিশালে আয়োজিত প্রবেশ ফি মুক্ত এই বীমা মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এসব স্টল থেকে বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। এছাড়া মেলায় বীমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বীমা পণ্য সম্পর্কে তথ্যাদিসহ গ্রাহকদের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। এবারের মেলা আয়োজনে সহযোগিতা করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

বিপি/ইকবাল আজাদ

শেয়ার