মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্য ওয়ার্ড থেকে পরিবার কল্যান সহকারী পদে নিয়োগ পাওয়া ব্যক্তির নিয়োগ বাতিল করে ২ং ওয়ার্ডের বৈধ প্রার্থীর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুকুরহটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঘন্টা ব্যপি এই মানববন্ধন করেন শতাধিক নারী-পুরুষ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াডের সদস্য মোঃ আলিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুল রাজ্জাক নলিদ, সাবেক সদস্য আব্দুল সাত্তার, শাহিনুর ইসলাম ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে ২নং ওয়াডের কয়েকটি গ্রামসহ ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে ১ জন পরিবার কল্যাণ সহকারী শুণ্য পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বিজ্ঞপ্তিতে ২নং ওয়ার্ডের মাঝি পাড়া গ্রাম নামে কোন নিয়োগ ছিলোনা। অনিয়মের মাধ্যেমে মাঝি পাড়া গ্রামের ফাতেমা আক্তার নামে এক নারীর চাকরি হয়েছে। সে কারনে ফাতেমার অবৈধ নিয়োগ বাতিল করে। নিয়োগ পরিক্ষায় উর্ত্তিণ সুবর্না আক্তারকে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।