Top

শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ নির্মাণের গণশুনানী সমাপ্ত

০৩ ডিসেম্বর, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধ নির্মাণের গণশুনানী সমাপ্ত
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

শাল্লায় হাওরের বোরো ফসলরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে গণশুনানীর কাজ সমাপ্ত হয়েছে। ৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে উপজেলার পরিষদ গণমিলনায়তনে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে সঞ্চালনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ পওর (২) বিভাগের উপ সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়ুম।

ওইদিন উপজেলার ৩নং বাহাড়া ইউপি ও ৪নং শাল্লা ইউপির কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। এরপূর্বে ২ ডিসেম্বর (শুক্রবার) ১নং আটগাঁও ইউপির দাউদপুর ও ২নং হবিবপুর ইউপির শাসখাই বাজারে গণশুনানী অনুষ্ঠিত হয়। এসব গণশুনানীতে জনপ্রতিনিধিসহ এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

এবছর উপজেলার ৬টি হাওরের ফসলরক্ষায় ১৬০ মিঃকিঃ বাঁধ নির্মাণ ও মেরামত করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব মুঠোফোনে বলেন প্রতিটি ইউনিয়নের গণশুনানীর কাজ শেষে হয়েছে। পিআইসির জন্য কৃষকদের আবেদনের সময়সীমাও শেষ হয়েছে গত ১ ডিসেম্বর (বৃহস্পতিবার)।জানা যায়, উপজেলার ৬টি হাওরে এবার বোরোধান আবাদ হবে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে।

শেয়ার