বাংলাদেশে ফাইন্যান্স বুঝে এমন লোকের খুব অভাব। দক্ষ এবং শিক্ষিত জনবলের অভাবে অনেক কোম্পানির যথেষ্ট মূলধন থাকা সত্ত্বেও লোকসান গুনতে হয়েছে। বাজার নিয়ে সম্যক ধারণা না রেখে পুঁজিবাজারে বিনিয়োগ করে অনেকে ক্ষতিগ্রস্থ হয়েছেন। মূলধন বিনিয়োগের এ শিক্ষাকে কীভাবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যায় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
৫ ডিসেম্বর (সোমবার) ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) কর্তৃক আয়োজিত ‘পুঁজিবাজার নিয়ে সমস্যা এবং প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি শারমীন রিনভী।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগ শিক্ষাকে আমরা সঠিকভাবে না জেনে সমাজে ভুলভাবে উপস্থাপন করি। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীদের প্রাথমিক ধাপ থেকে বিনিয়োগ শিক্ষা নিয়ে ধারণা দিতে চাই। এতে দেশে অর্থনীতির হালচাল বুঝবে এমন মানুষের সংখ্যা বাড়বে। পাশাপাশি বিষয়টাকে কীভাবে প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যায় এ ব্যাপারে আমরা আগামীকাল শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবো। যাতে করে অর্থনৈতিক মন্দায় একজন আরেকজনকে দোষারোপ করার নোংরা রীতিটা কমে যায়। পাশাপাশি মানুষ যেন বুঝে শুনে বিনিয়োগ করতে পারে।
বর্তমান অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে তিনি বলেন, দেশের ব্র্যান্ডিং করলে বিনিয়োগ আসে, বিনিয়োগ আসলে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায়, মানুষের কর্মসংস্থান বাড়লে দেশের উঁচু থেকে নীচু সবার আর্থিক অবস্থার পরিবর্তন হয়। দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতি ঘটে। আমরা এ কাজটি করছি না। দেশের স্বার্থে আমাদের নিজের দেশের ব্র্যান্ডিং করা উচিত। এতে পুরো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আমরা কমোডিটি একচেঞ্জ নিয়ে কাজ করছি। এতে দেশে বসেই প্রত্যেকে দেখতে পারবেন বিশ্ব বাজারে কোন জিনিসের দাম কত, আমাদের গার্মেন্টসের পণ্য কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে। এতে ওভার ইনভয়েসিং-আন্ডার ইনভয়েসিং ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। দেশের মুদ্রাস্ফীতির পরিমান অন্তত ৫০ শতাংশ কমে যাবে।
সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বাজারে ৮০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী ও ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় অনিচ্ছা সত্ত্বেও বাজারে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে। তবে এটা স্থায়ী কিছু না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তৈরি বৈশ্বিক সংকট কাটিয়ে উঠলেই ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে।
অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান ইউনুস রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি আজম জে চৌধুরী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান।
ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রশিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরএফ সদস্য ও মোফাজ্জল হক।
বিপি/আজাদ