Top

বশেমুরবিপ্রবিতে মানবাধিকার বিষয়ক সেমিনার

১০ ডিসেম্বর, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে মানবাধিকার বিষয়ক সেমিনার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

আজ ১০ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) আইন বিভাগের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল বিষয়বস্তু হলো “বঙ্গবন্ধু ও মানবাধিকার”।

সেমিনারে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারন এবং কিভাবে সংবিধানের আলোকে সেটি রক্ষা করা যায় এই বিষয়ে আলোচনা করা হয়। শনিবার(১০ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়৷

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে) উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব। এবং অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন(অনলাইনে) করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান মন্ডল। এছাড়া সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক সহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রবন্ধ উপস্থাপক ড. মো. শাহজাহান মন্ডল সংবিধানের আলোকে মানবাধিকারকে বর্ণনা করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। এবং মানবাধিকার রক্ষা করার জন্য বঙ্গবন্ধুর ভূমিকা এবং সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেন।

এসময় তিনি বাংলাদেশের সংবিধানের মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেন এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সংবিধান বাস্তবায়ন করার বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে শাহজাহান বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধুর ভূমিকা এবং সংবিধান সংশোধন, সংবিধানের মূলনীতি এবং সংবিধানে মৌলিক অধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, সৃষ্টির সূচনালগ্ন থেকে মানুষ মানবাধিকারের জন্য সংগ্রাম পরিচালনা করে আসছে। দেশে দেশে, এক জাতির সাথে আরেক জাতির, এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের মধ্যে সংগ্রাম ছিলো এবং এখনো আছে। তবে সেটা আগের তুলনায় অনেক বেশি প্রকট হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মানবাধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হচ্ছে৷ তিনি বলেন, দিন যত সামনের দিকে এগিয়ে চলছে মানবাধিকার রক্ষা করার জন্য মানুষের সংখ্যা তত কমে যাচ্ছে বা মানবাধিকার রক্ষা করার জন্য মানুষ তার সাহস ও শক্তি হারিয়ে ফেলছে। বক্তব্যে তিনি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত যুদ্ধের বিষয়ে আলোচনা করেন। এবং যুদ্ধের কারনে শান্তির পরিবর্তে অস্ত্র প্রয়োগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে তিনি মনে করেন।

এমনকি বিশ্ব অর্থনীতিতে ডলার কিংবা অন্যান্য মুদ্রার মান বৃদ্ধি করার মাধ্যমে একটি দেশ আরেকটি দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করে মানবাধিকার লঙ্ঘন করছে বলে তিনি মনে করেন। আলোচনায় উপাচার্য মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন, বাঙালি জাতি তথা বিশ্বের শোষিত শ্রেণীর কর্ণধার হিসেবে জাতির পিতা কাজ করেছেন।

সেমিনারে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করেন। বিশ্ব রাজনীতির মাধ্যমে একটি শক্তিশালী রাষ্ট্র আরেকটি দূর্বল রাষ্ট্রকে কিভাবে বন্দি করে মানবাধিকার লঙ্ঘন করছে, এই বিষয়ে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি সংবিধানের আলোকে মানবাধিকার রক্ষা করার বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোকপাত করেন৷ তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে বিপুল পরিবর্তন এসেছে। সাথে সাথে বিশ্ব অর্থনৈতিক বাণিজ্যেও এর মারাত্মক প্রভাব পড়েছে। যার ফলে আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আলোচনার এক পর্যায়ে রাজিউর মানবাধিকার রক্ষা করার জন্য বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ১৯৭২সালে স্বাধীন রাষ্ট্রের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বাঙ্গালী জনগনের স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করার জন্য বঙ্গবন্ধু সংবিধান রচনা করে গেছেন। যার বাস্তবিক প্রভাব আমরা বর্তমানে দেখছি।

শেয়ার