চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে ১৭১ বোতল বিদেশী মদসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম মেট্রো। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে নগরীর খুলশী থানার জাকির হোসাইন হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের একটি বাসার দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব বিদেশী মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে, ৪৮ বোতল পাসপোর্ট স্কচ হুইসকি, ২৯ বোতল স্মিরনফ ভতকা, ২৪ বোতল ত্যাবসোলিউট ভতকা, ২৮ বোতল জ্যাক ডেনিয়েল হুইসকি, ১৫ বোতল রেড লেবেল হুইসকি, ৫ বোতল হাই কমিশনার হুইসকি, ২ বোতল ব্ল্যাক লেভেল, ২০ বোতল ব্যালেন্টাইন হুইসকি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানিয়েছে জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসব মদ সংগ্রহ করে সে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
অপরদিকে, নগরীর নিউ মার্কেট এলাকা থেকে ১ হাজার ৮শ ইয়াবা ট্যাবলেটসহ মো. পারভেজ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পারভেজ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানের বাড়ীর আবদুল গফুরের ছেলে।
কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, রাতে চেক পোস্টে তল্লাশী করার সময় পারভেজ নামে একজনকে ১৮শ পিস ইয়াবাসহ পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের উখিয়া থেকে পাইকারী দামে কিনে এনেছিল। ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম রেলস্টেশনের দিকে যাচ্ছিল।