Top
সর্বশেষ

রাজশাহীতে বিভাগীয় উদ্যোক্তা‌দের নি‌য়ে ক্লিক-টু-বাই কোম্পানীর আলোচনা সভা

১৪ ডিসেম্বর, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
রাজশাহীতে বিভাগীয় উদ্যোক্তা‌দের নি‌য়ে ক্লিক-টু-বাই কোম্পানীর আলোচনা সভা
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে ক্লিক টু বাই কোম্পানী লিঃ এর আ‌য়োজ‌নে রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা‌দের নি‌য়ে তাদের উৎপা‌দিত পণ‌্য ব্র্যা‌ন্ডিং করার মাধ‌্যমে আন্তর্জা‌তিক বাজা‌রে বাজারজাত করার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নোঙ্গর রে‌স্তোরায় বিভাগীয় উদ্যোক্তা‌দের নি‌য়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন কোম্পানীর সম্মানীত চেয়ারম‌্যান তা‌নিজা শার‌মিন। তিনি জানান, পরিচালকবৃন্দ কা‌জের মাধ‌্যমে তা‌দের উ‌দ্যোগ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যাবার স‌ঙ্গে স‌ঙ্গে উ‌দ্যোক্তা উন্ন‌য়নে অবদান রাখতে হবে।

কোম্পানীর ব‌্যবস্থাপনা প‌রিচালক ও সিইও গোলাম জা‌কির হো‌সেন বলেন, ক্লিক টু বাই কোঃ লিঃ মূলত উ‌দ্যোক্তা‌দের নি‌য়ে কাজ করার ল‌ক্ষে কিছু উ‌দ্যোগ গ্রহণ ক‌রে‌ছে। আমা‌দের উ‌দ্যোক্তা‌দের উৎপা‌দিত পণ‌্য ব্রা‌ন্ডিং করার মাধ‌্যমে আন্তর্জা‌তিক বাজা‌রে বাজারজাত করার ল‌ক্ষ্যে আমরা কাজ কর‌বো। তি‌নি ক্লিক টু বাই এর এডুকেশন এন্ড ইংগেজমেন্ট কার্যক্রম ব‌্যাখ‌্যা ক‌রে ব‌লেন, সাধারণ শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন শিক্ষার মাধ‌্যমে একজন উ‌দ্যোক্তা‌কে আন্তর্জাতিক মা‌নের দক্ষতা সম্পন্ন উ‌দ্যোক্তা হি‌সে‌বে গ‌ড়ে তোলার সা‌থে সা‌থে উ‌দ্যোক্তা‌দের উৎপা‌দিত পণ‌্য বাজারজাতকর‌ণে সহায়তা করা হ‌বে। আমরা আম‌াদের উৎপ‌াদিত পণ‌্য আন্তর্জা‌তিক মা‌নের ব্র‌্যান্ডিং কর‌বো।

ক্লিক টু বাই এর স‌ঙ্গে সং‌শ্লিষ্ট উ‌দ্যোক্তা‌দের বিষ‌য়ে বল‌তে গিয়ে তি‌নি ব‌লেন, আম‌াদের স‌ঙ্গে যারা কাজ কর‌বেন তারা কোন গ্রু‌পের? কোন ক‌মি‌টির? সেসবের চে‌য়ে তা‌দের কা‌জকে গুরুত্ব দেয়া হবে বে‌শি, সেই স‌ঙ্গে তাঁরা জীবন বীমাসহ ক্লিক টু বাই আ‌য়ো‌জিত জাতীয় এবং আন্তর্জা‌তিক পর্যায়ের যে‌কোন প্রশিক্ষ‌ণে ছাড়সহ পা‌বেন অগ্রা‌ধিকার। তি‌নি উ‌দ্যোক্তা‌দের তা‌দের নিজ নিজ কাজে দক্ষতা বৃ‌দ্ধি ক‌রে কাজ করার জন‌্য ব‌লেন এবং সকল‌কে সুখবর দেন যে, ক্লিক টু বাই নিকট ভ‌বিষ‌্যতে এক‌টি আন্তর্জা‌তিক কোম্পানীর স‌ঙ্গে এমওইউ স্বাক্ষ‌র কর‌তে যা‌চ্ছে।

সভায় উপ‌স্থিত ছি‌লেন ক্লিক টু বাই কোম্পানী লি‌মি‌টেড প‌রিচালকবৃন্দ সাইকা খাতুন শিল্পী, ওয়াসিফ ইকবাল হো‌সেন, সাম‌সিয়া ফাহ‌মিদা রহমান, আফ‌রোজা আ‌জিজ, মু‌ন্নি আক্তার, এড. আহম্মেদ ইবনুল ওয়াক্ত, লায়লা নাস‌রিন, রাইসা তাবাসস‌ুম আনিকা, জা‌কিয়া শার‌মিন তন্দ্রাসহ উল্লেখ‌যোগ‌্য সংখ‌্যক উ‌দ্যোক্তাবৃন্দ।

 

শেয়ার