Top

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১৮ ডিসেম্বর, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেললাইন পার হতে গিয়ে কমিউটার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাচোল রেলস্টেশনে এ দুঘর্টনা ঘটে। নিহত ব্যক্তি নাচোল উপজেলার গুঠইল গ্রামের সাইফুউদ্দিনের ছেলে হোসেন আলী (৭০)।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার সময় বাড়ি যাওয়ার জন্য হোসেন আলী রেললাইন পার হচ্ছিলেন। এমন সময় রাজশাহী হতে রহনপুরগামী কমিউটার ট্রেনটি নাচোল রেলস্টেশন এলাকায় পৌঁছানোর সময় হোসেন আলী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নাচোল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, হুসেন আলী প্রতিদিনের মত আজ রবিবার বেলা ১১টার দিকে নাচোল রেলস্টেশনে চা পান করে বাসায় আসছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি নাচোল স্টেশনে পৌঁছানোর মুহুর্তে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন দ্বিখন্ডিত হয়ে যায়।

নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মুঠোফোনে ঢাকা পোস্টকে তিনি জানান, হোসেন আলী রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমিউটার ট্রেনের নিচে পড়ে মারা যায়। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করেছে। যেহেতু ঘটনা রেললাইনে তাই এবিষয়ে রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নিহতের বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার