Top
সর্বশেষ

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে থাকবে মার্কিন প্রতিনিধি দল

১৮ ডিসেম্বর, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে থাকবে মার্কিন প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক :

দেখতে দেখতে প্রায় শেষের পথে চলে এলো কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ফুটবল মহাযজ্ঞের। ফাইনাল ম্যাচের আগে হবে সমাপনী অনুষ্ঠান।

আর বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কাতারে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি প্রতিনিধি দল। গত বুধবার প্রতিনিধি দলকে কাতারে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের পাঠানো দলের নেতৃত্বে থাকবেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। এই দলে আরও থাকবেন কাতারে যুক্তরাষ্ট্রের দূত টিমি টি ডেভিস। কংগ্রেশনাল ফুটবলের রিক লারসেন। জাতীয় নিরাপত্তা কাউন্সিল আমান্দা মানসোরসহ আরও কয়েকজন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান হবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে। এই একই মাঠে হবে ফাইনাল ম্যাচেও। জানা গেছে, ৯০ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ উপভোগ করবেন ।

এদিকে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বেশিরভাগই ছিলেন আরব বিশ্বের নেতা।

সূত্র: দোহা নিউজ

শেয়ার