Top

অদম্য আবীরের সাফল্যের অবিশ্বাস্য যাত্রা

২০ ডিসেম্বর, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
অদম্য আবীরের সাফল্যের অবিশ্বাস্য যাত্রা
নিজস্ব প্রতিবেদক :

তানভীর আঞ্জুম আবীর অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন হাইফাংশনিং একজন শিক্ষার্থী। মা শাহীন আক্তার এবং বাবা আবু তাহের। ৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম আবীরের অটিজম স্পেক্টট্রাম ডিসঅর্ডার (ASD) সনাক্ত হয়। কথা অস্পষ্ট বলা, একই কথা পুনরাবৃত্তি করা, যোগাযোগ এবং আচরণগত সমস্যা ইত্যাদি ক্ষেত্রগুলোতে সীমাবদ্ধতা ছিল।

২০০৮ সালে প্রতষ্ঠিাতা সভাপতি ও অধ্যক্ষ ডা: রওনাক হাফিজের তত্ত্বাবধানে আবীর অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে (AWF) ভর্তি হয়। লেখাপড়া, নিজের দৈনন্দিন কাজ স্বাধীন ভাবে করা, সব কাজ সময়মত করার ক্ষেত্রগুলোতে বেশ দক্ষ ছিল। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (AWF) নিয়মিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আবীরের শিক্ষা ও সৃজনশিলতা বৃদ্ধি পায়। তার কঠোর পরিশ্রম ও উৎসর্গের কারনে আবীর ২০১৩ সালে প্রাথমকি শিক্ষা সমাপনী (P.S.C) ও ২০১৯ সালে জুনযি়র স্কুল (J.S.C) পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। সব বাধা পেরিয়ে সবাইকে বাকরুদ্ধ করে আবীর ২০২২ সালের মাধ্যমকি স্কুল (S.S.C) পরীক্ষায় জিপিএ ৪.৪৪ পেয়ে উত্তীর্ণ হয়েছিল ।

ভালো ছাত্র হওয়ার পাশাপাশি আবীর একজন দক্ষ চিত্রকর। আবীর ২০০৯ সালে জাতীয় প্রতিবন্ধী দিবসে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্মানিত হয়েছিল । ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ডে তাঁর আঁকা ছবি স্থান পেয়েছিল। শিল্প পাঠের পাশাপাশি অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (AWF) আওতায় ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রায় ৭ বছর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে হস্তশিল্পজাত দ্রব্যাদি যেমন- শাড়ী, শাল, পটারী, জুয়েলারী ইত্যাদি দ্রব্যের সমাহারে “আবীরস ক্রিয়েশন” (Abir’s Creation) নামে অনলাইন ব্যবসা সাফল্যের সাথে পরিচালনা করছে আবীর ।

শেয়ার