রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালুচেইন প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদন যোগ্যতা : কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে ৪ বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী।
তবে কুয়াকালচার, ফিশারিজ টেকনোলজি, ফিশ প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ফিশ জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজি স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর। মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শী হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫০,০০০ টাকা। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৫ জানুয়ারি, ২০২৩