Top
সর্বশেষ

রাশিয়ার যুদ্ধবিরতির নির্দেশে ইউক্রেনের প্রত্যাখ্যান

০৬ জানুয়ারি, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
রাশিয়ার যুদ্ধবিরতির নির্দেশে ইউক্রেনের প্রত্যাখ্যান
আন্তর্জাতিক ডেস্ক :

অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া নির্দেশ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) যুদ্ধবিরতির নির্দেশ দেন পুতিন।

পরে এক টুইটে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করলে যুদ্ধবিরতি সম্ভব। ইউক্রেইন বিদেশি ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে না। নিজেদের ভূখণ্ড দখলকারীদের ধ্বংস করছে।

অর্থোডক্স খ্রিস্টানরা ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। ইউক্রেইন ও রাশিয়ায় অনেক অর্থোডক্স খ্রিস্টান রয়েছে। এজন্য পুতিনের নির্দেশনাটি ০৬ জানুয়ারি দুপুর থেকে কার্যকর হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম বিরতির ঘোষণা।

শেয়ার