Top

সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মা ও শিশু হাসপাতালের আইসিইউ ইউনিট: ভূমিমন্ত্রী

০৭ জানুয়ারি, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মা ও শিশু হাসপাতালের আইসিইউ ইউনিট: ভূমিমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের চালু হলো ৩০ শয্যার আন্তর্জাতিক মানের আইসিইউ ইউনিট। শনিবার (৭ জানুয়ারি) ফিতা কেটে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ধনাঢ্যদের ২০ কোটি টাকায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ শয্যার আইসিইউ স্থাপন করা হয়। সিঙ্গাপুর ও ব্যাংককের আদলে আধুনিক যন্ত্রপাতির ওই ৩০ শয্যার আইসিইউতে আছে সব ধরনের সুযোগ-সুবিধা। ওই আইসিইউতে একই ছাদের নিচে সব ধরনের সেবার পাশাপাশি কম খরচে সাধারণ মানুষ সেবা পাবে।

এসময় ভূমিমন্ত্রী বলেন, করোনার মতো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আইসিইউ ইউনিট।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউ প্রধান অলক নন্দী প্রধান জানান, ধনাঢ্য ব্যক্তিদের দানের টাকায় স্থাপিত এই আইসিইউ থেকে কম খরচে উন্নতমানের সেবা পাবেন গরিব রোগীরা। করোনা মহামারিতে পাশে থাকবে সাধারণ মানুষের। আইসিইউতে আছে ডায়ালাইসিস ও আলাদা আইসোলেশন আইসিইউ। এটি নির্মাণে খরচ হয়েছ ২০ কোটি টাকা।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জেনারেল সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ বলেন, আমরা করোনার নতুন ধরন বিএফ সেভেন মোকাবিলায় প্রস্তুত। প্রয়োজন হলে আরও শয্যা বাড়াব। করোনায় শ্বাসকষ্টের রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন আইসিইউ সেবা। আগামীর ভয়ংকর নতুন ধরন বিএফ.৭ মোকাবিলায় আছে আলাদা আইসোলেশন আইসিইউও।

আইসিইউ ইনচার্জ ডা. মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সাধারণ মানুষ কম খরচে এক লাখ টাকার সেবা পাবে মাত্র ৮ হাজার টাকায়। উন্নত বিশ্বের আদলে এই আইসিইউ তৈরি করা হয়েছে। সিঙ্গাপুর ও ব্যাংককের আদলে হয়েছে সবই।

শেয়ার