Top

ডিআইইউতে সমাজবিজ্ঞান বিভাগের দিনব্যাপী মনোজ্ঞ আয়োজন

০৭ জানুয়ারি, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
ডিআইইউতে সমাজবিজ্ঞান বিভাগের দিনব্যাপী মনোজ্ঞ আয়োজন
ফরহাদ হোসেন, ডিআইইউ প্রতিনিধি :

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে “ব্যাডমিন্টন টুর্নামেন্ট, মেজবানি ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা”র আয়োজন করা হয়।

শুক্রবার ( ৬ জানুয়ারি) দিনব্যাপী বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক জমশেদুর রহমানের তত্ত্বাবধানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি উপ- উপাচার্য অধ্যাপক ড. গণেশচন্দ্র সাহা, ভাইস-চেয়ারম্যান ড. শহিদুল কাদির পাটোয়ারী( বিওটি), সদস্য দেওয়ান সাদেকা (বিওটি), রেজিস্ট্রার প্রফেসর মো: রফিকুল ইসলাম,প্রফেসর ড.সৈয়দ আনোয়ার হোসেন(বঙ্গবন্ধু চেয়ার,বিওপি), ড.শওকত আরা হোসাইন (ডিন,কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ) ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ অন্যন্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক প্রফেসর ড.জাহিদুল ইসলাম, প্রফেসর তাহমিনা খান,সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা, সহকারী অধ্যাপক তানজিলা শবনম, প্রভাষক ড.শামীম হামিদী,তাফহিমুল ইসলাম, মোঃ তৌহিদুজ্জামান,বুশরা ইসলাম ও মোঃ সোহেল রানা(খণ্ডকালীন)ও অতিথিবৃন্দ।

সন্ধ্যায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী পর্ব সম্পন্ন হয়। বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীদের নাচ,গান,কৌতুক ও অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্ত হয়।

শেয়ার