ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি এলাকায় একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৭ জানুয়ারি শনিবার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদফতর এ অভিযান চালায়।
এ সময় ওই এলাকার কেএসবি ব্রিকস ফিল্ড ইটভাটার মালিক আব্দুস সোবহানকে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ১৫ ও ১৮ ধারার অভিযোগের প্রেক্ষিতে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে চিমনি অপসারণসহ ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দায়িত্বে থাকা সহকারী পরিচালক ইউসুফ আলী। তিনি জানান, অবৈধভাবে পরিচালিত প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালিত হবে।